দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে শিশু, নারীসহ বেসামরিক মানুষ হতাহত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের জাতীয় সংসদে এক দিন আলোচনা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদের চলতি অধিবেশনের আগামী সপ্তাহে এ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের বিরতির আগে অনির্ধারিত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভান্ডারী বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন।
এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ, চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে; যেদিন এ বিষয়ে আলোচনা হবে।
গতকাল রোববার চলতি একাদশ সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য শোক জানায় সংসদ। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করেন।
সেদিন সংসদে স্পিকার বলেন, ‘গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ এবং আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এএ