ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৩ নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে। ৩ নভেম্বর দেশে টর্নেডো হবে। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে সেদিন।
সোমবার (২৩ অক্টোবর) রাতে পটুয়াখালীর কুয়াকাটায় মাহফিল শেষে হোটেল পায়রায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকার জানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার ভরাডুবি হবে। এ কারণে নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না তারা। তাই সংবিধানের দোহাই দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কৌশল করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার হোক বা জাতীয় সরকার হোক সব দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না- এমন গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই।
বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি ও ইসলামী আন্দোলনের দাবি এক কিন্তু আন্দোলন হবে আলাদা আলাদা। তবে আমাদের উদ্দেশ্য এক। উদ্দেশ্য এক হলেই যে একই মঞ্চে প্রোগ্রাম করতে তা আমরা মনে করছি না। একই দাবিতে একাধিকবার আন্দোলনের শক্তি অনেক বেশি। ২৮ তারিখ সরাসরি বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ না করলেও একই দাবিতে একমত ইসলামী আন্দোলন।
এ সময় জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আরআইএম অহিদুজ্জামান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম মিয়া, মাওলানা আবুল হাসান বোখারী, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এএ