সোনা মহাপাত্রকে ১০০০ সালমন ভক্তের ধর্ষণের হুমকি!
প্রকাশ: ২০১৬-০৬-২৫ ২১:৪৩:৩৩

সালমন খানের ধর্ষণ মন্তব্যের বিরোধিতা করায় এ বার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল গায়িকা সোনা মহাপাত্রকে।
গত কয়েকদিন ধরে তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ তো করা হচ্ছিল। তাঁকে ‘সতী সাবিত্রী’ বলেও বিদ্রুপ করেন এক সালমন ভক্ত। এ বার বেশ কয়েক ধাপ এগিয়ে ধর্ষণের হুমকিও দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়!
সোনা অবশ্য এর পাল্টা প্রতিবাদ করেছেন। তিনি টুইটারে লেখেন, “গত ৪৮ ঘণ্টায় আমি অশ্লিল ছবি-সহ প্রায় ১০০০টি ধর্ষণের হুমকি পেয়েছি। তাঁর (সালমনের) সমর্থকদের এ হেন প্রতিক্রিয়ার পরও তিনি চুপ, এই ঘটনায় আমি স্তম্ভিত!
সালমন আপনার সমস্ত ভক্তরা আমাকে যে ধরনের হুমকি দিচ্ছে তাতে নিশ্চই আপনি নিজেকে প্রকৃত হিরো মনে করছেন!” এর পর তিনি আরও কড়া ভাষায় বলেন, “কে আমার কাজ বন্ধ করবে! সালমন? সেই প্রতিভাবান খুনি? ও কেন, কেউই আমার কাজ বন্ধ করতে পারবে না।”
সালমনের বিতর্কিত মন্তব্য নিয়ে সারা দেশে শোরগোল চলছে। বলিউডের বেশির ভাগ তারকাই অবশ্য হয় এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। হাতে গোনা কয়েক জন তারকা যাঁরা এগিয়ে এসে প্রতিবাদে সামিল হয়েছেন তাঁদের মধ্যে সোনা মহাপাত্র একজন। যদিও সালমন নিজে এখনও এ ব্যপারে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি আপাতত ব্যস্ত আইফায়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













