শাকিব-অপু জুটির ৭২তম ছবি ‘সম্রাট’
প্রকাশ: ২০১৬-০৬-২৬ ১১:০৭:৪৮

২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম ছবিই তুমুল ব্যবসা করে। এই জুটি রাতারাতি সবার নজরে চলে আসে।
গত এক দশকে অসংখ্য হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাকিব-অপু জুটি। এই সময়ে সবচেয়ে ব্যস্ত জুটিও ছিলেন তারা।
এই জুটি গত দশ বছরে ‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’, ‘পিতার আসন’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘সন্তান আমার অহংকার’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘মনে বড় কষ্ট’, ‘কথা দাও সাথী হবে’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘মনের জ্বালা’, ‘প্রিয়া আমার জান’, ‘ঢাকার কিং’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো – দ্যা সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহটি ছবিতে অভিনয় করেছেন।
চলতি বছর শাকিব-অপু জুটি এক দশক পূর্তি করেছে। এই জুটি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল উত্তম অাকাশ পরিচালিত ‘রাজা ৪২০’। তাদের একটি মাত্র ছবি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে।
ঈদে মুক্তি প্রতীক্ষিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ হচ্ছে শাকিব-অপু জুটির ৭২তম ছবি। সেঞ্চুরি করার পথে হাঁটছেন দুজনে। শাকিব মনে করছেন, ‘সম্রাট’ ছবির সাফল্য তাদের এক দশকের ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখবে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













