আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ২৮ তারিখ (অক্টোবর) মহাসমাবেশে বিএনপি যদি কোনো আগুন সন্ত্রাস করে, রাস্তায় কোনো গণ্ডগোল করে, তাহলে ঢাকা শহর থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হবে। আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন আপত্তি নাই, ধন্যবাদ দেওয়া হবে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নিউ হোস্টেল মাাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে হবে জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। পদত্যাগের কোনো প্রশ্নেই উঠে না। নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন সুষ্ঠু ও অবাধ।
মায়া চৌধুরী বলেন, আমি আপনাদের কাছে এসেছি বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলার জন্য। বিগত দিনে আমরা কি উন্নয়ন করেছি, সেগুলো স্মরণ করিয়ে দিতে। আপনার ভোট আপনি যাকে খুশি দিবেন। কিন্তু আপনাদের কাছে নৌকার ভোট প্রার্থনা করছি। নৌকায় ভোট দিয়ে আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
এম জি