ভেঙে গেল সেই সংসার
আপডেট: ২০১৬-০৬-২৬ ১২:৪২:৪০


সেই ২০০৪ সালের ফেব্রুয়ারি, রেস্টুরেন্টে খাবার সরবরাহ করছিলেন ৩২ বছর বয়সী এলিস কিম। সেখানেই তাকে ভালো লেগে যায় ৫২ বছর বয়সী অভিনেতা নিকোলাস কেজের। ভালো লাগার পরিণয়ে দু’জনে বিয়ে করেন। সে সময়েই এই বিয়ে ব্যাপক সাড়া ফেলে।
কিন্তু আলোচিত এই বিয়েও টিকল না। চলতি বছরের জানুয়ারি থেকেই অবশ্য নিকোলাস ও এলিস কিম আলাদা থাকছিলেন।তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করলেন অস্কারজয়ী এই অভিনেতার মুখপাত্র। আগামী আগস্টে কেজ ও কিম জুটির বিয়ের ১২ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।
২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্টুরেন্টে পরিচয় হয় নিকোলাস কেজ ও এলিস কিমের। সেখানে কাজ করতেন এলিস। পরিচয়ের অল্প ক’দিনেই বিয়ে করেন তারা। এই জুটির ১০ বছর বয়সী একটি সন্তানও আছে।
এটি ছিল নিকোলাস কেজের তৃতীয় বিয়ে। এর আগে লিসা ম্যারি প্রিসলি ও প্যাট্রিসিয়া আরকেটের সঙ্গে সংসার করেছেন তিনি।লিসা ম্যারি প্রিসলির সঙ্গে বিয়ে টিকে ছিল মাত্র চার মাস। লিভিং লাসভেগাস (১৯৯৬) ছবিতে অভিনয় করে অস্কার জেতেন নিকোলাস কেজ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













