ভোমরায় ৯ হাজার টন বেড়েছে শুকনা মরিচ আমদানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-৩০ ০৯:০৫:২৩
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভোমরা শুকনা মরিচ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় নয় হাজার টন বেড়েছে। কম উৎপাদন ও ঊর্ধ্বমুখী চাহিদা আমদানি বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
এদিকে আমদানি বাড়লেও কোনোভাবেই কমছে না মসলাপণ্যটির দাম, উল্টো বাড়ছে। পাইকারিতে প্রতি কেজি শুকনা মরিচের দাম গত বছরের এ সময়ের তুলনায় ১৩০-১৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রাজু জানিয়েছেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ১৪ হাজার ২৭০ টন, যার মূল্য ৩৫৮ কোটি ৫২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানি হয়েছিল ৫ হাজার ৪৬৯ টন, যার মূল্য ছিল ১৩০ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে আমদানি বেড়েছে ৮ হাজার ৮০১ টন।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ আব্দুল্লাহ জানান, শুধু শুকনা মরিচই নয়, অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তার পরও প্রশাসনের সঙ্গে সমম্বয় করে মনিটরিংয়ের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণে রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
এনজে