রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া বাকি আসামিরা হলেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, জহির হাসান, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।
এদিন তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বরের বাসা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন ও তাদের গাড়িচালক রাজিবকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এম জি