রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ অক্টোবর) রাতে রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে উপশহরের বাসায় যাওয়ার সময় বর্ণালীর মোড়ে আনুমানিক সাড়ে ১১ টা সময় তাকে হত্যা করা হয়।
বর্ণালীর মোড়ে অজ্ঞাত নামা মাইক্রোবাস থেকে নেমে তার মোটরসাইকেলের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে কি কারনে হত্যা করেছে তার জানা যায়নি।
এম জি