তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালায়, বিচার ব্যবস্থার ওপরে হামলা চালায়, হাসপাতালে হামলা করে, যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও রাজনীতি করেছে। খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে। খালেদা জিয়া এখন ভালো আছে।
এম জি