২২ শতাংশ কমেছে ইউরোপীয় ইউনিয়নের গম রফতানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-৩১ ০৯:১৩:২২


চলতি ২০২৩-২৪ বিপণন মৌসুমের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর গম (সফট হুইট) রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমেছে। ইউরোপিয়ান কমিশনের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

এই প্রতিবেদনে, তিন মাসে ইইউ ৯৩ লাখ ৩০ হাজার টন গম রফতানি করেছে। ২০২২-২৩ মৌসুমের একই সময় রফতানি করা হয়েছিল ১ কোটি ১৯ লাখ ৮০ হাজার টন। এ সময় রফতানিতে শীর্ষে ছিল রোমানিয়া

এনজে