

বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করেছেন এমন অভিনেত্রীদের মধ্যে একজন আনুশকা শর্মা। শাহরুখের বিপরীতে রাব নে বানা দি জোড়ি সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। পরবর্তীতে পিকে সিনেমায় আমিরের বিপরীতে দেখা গেছে তাকে।
খুব শিগগিরই সুলতান সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-আনুশকা। এতে প্রথমবারের মতো সালমানের বিপরীতে অভিনয় করছেন তাই ব্যক্তি সালমান সম্পর্কে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আনুশকা।
এ অভিনেত্রী জানিয়েছেন, শুরুতে সালমানকে তিনি ভীষণ ভয় পেতেন কিন্তু পরবর্তীতে তার সোজাসাপ্টা ব্যবহারে তিনি মুগ্ধ হয়েছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এমন ব্যবহার হয়তো সালমান আপনার সঙ্গে করবেন না। এটি তাকে ভয় পাওয়ার অন্যতম কারণ হতে পারে। আসলে তিনি বহুরূপী নন, যা তার একটি গুণ। আমি তার এ গুণটি পছন্দ করি।’
আলী আব্বাস জাফর পরিচালিত সুলতান সিনেমায় সুলতান আলী খানের ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। অন্যদিকে আনুশকাকে দেখা যাবে আরফা চরিত্রে। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
সানবিডি/ঢাকা/এসএস