সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৯৫ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ২১ বারে ৮৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯২ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৭৩৯ বারে ২৭ লাখ ৪৭ হাজার ১৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মনোস্পুল পেপার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৮৫ বারে ৬ লাখ ৪৬ হাজার ৩০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৮৫ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৮৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৪৭ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৩.৩৯ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৩৯ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৩.১০ শতাংশ , ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের ২.৯২ শতাংশ এবং ন্যাশনাল টি’র শেয়ার দর ২.৭০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস