কুমিল্লার লাকসামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র (ইউসিবি) ২২৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই শাখা উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলম ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি লাকসাম শাখা প্রধান ইফতেহাদ উদ্দিন আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশজুড়ে বিস্তৃত শাখা-উপশাখা প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিযে কাজ করে আসছে।
এএ