রাজধানীর মিরপুরে পুলিশ ও আন্দোলনরত পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের এসিপি কার আনা হয়েছে।
মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এরপর আমরা অ্যাকশনে যাই।
এদিন সকাল ৮টা থেকে পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করেন গার্মেন্টস শ্রমিকরা। এর ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।
এনজে