

বিয়ে না করেও বাবার খাতায় নাম লেখালেন তুষার কাপুর! বিষয়টি অবাক করার মতো হলেও ইনস্টাগ্রামে তেমনটাই ঘোষণা দিয়েছেন তুষার কাপুর।
আইফএফ ও সারোগেসির মাধ্যমে জন্মেছে তুষার কাপুরের ছেলে। ছেলের নাম লক্ষ্য।
ইনস্টাগ্রামে তুষার জানিয়েছেন, বাবা হয়ে আমি থ্রিলড। লক্ষ্য তার জীবনের সবচেয়ে বড় আনন্দ বলে জানিয়েছেন তুষার।
যশলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসক ফিরুজা পারেখ জানিয়েছেন, বাবা হিসেবে তুষারের মনোযোগ তাকে অভিভূত করেছে। ছেলের স্বাস্থ্য নিয়ে তুষার বরাবর চিন্তিত ছিলেন।
তিনি আরও জানিয়েছেন, ইদানীং অনেক পুরুষ ও নারী বাবা-মা হওয়ার স্বাদ পেতে চায়। তুষার এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। তার এই সিদ্ধান্ত অনেককে সাহস জোগাবে বলে মনে করেন তিনি।
সানবিডি/ঢাকা/আহো