শিশুকে যৌন হয়রানি করলো কিশোরী!

প্রকাশ: ২০১৬-০৬-২৭ ২০:২২:৩৬


Indiaভারতের উত্তর প্রদেশে ১০ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরীর বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের কুলহাওলি গ্রামে। ওই কিশোরী প্রতিবেশী শিশুটিকে ফুসলিয়ে তাদের ঘরেই তাকে যৌনকর্ম করতে বাধ্য করে।

ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ১০ বছর বয়সী শিশুটিকে জোর করে যৌনকর্ম করতে বাধ্য করে ওই কিশোরী। ঘটনায় ছেলেটির পুরুষাঙ্গে আঘাত লাগলে সেখান থেকে রক্ত পড়তে থাকে।

খবরে বলা হয়, শিশুটিকে কানপুরের স্থানীয় হল্লত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানপুর থানার পুলিশ কর্মকর্তা সাহালাভ মাতুর বলেন, বাদি ও বিবাদী উভয়ই অপ্রাপ্ত বয়স্ক। তাই অভিযোগ গঠনের বিষয়টি বেশ কঠিন হয়ে পড়বে।

সানবিডি/ঢাকা/আহো