বিএনপির পর এবার আগামী রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) ফের সারা দেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে বিগত ৩ দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সমর্থন ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দাবি করে দেশবাসী এবং জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীকে অভিনন্দন জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। পাশাপাশি সরকার বিরোধী চলমান আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আর করিম স্বাক্ষরিত ওই বিবৃতিতে মাওলানা এটিএম মাছুম বলেন, বর্তমান বিনা ভোটের সরকার আবারো ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।
এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৩ নভেম্বর (শুক্রবার) দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং আগামী ৫ নভেম্বর (রোববার) ভোর ৬টা থেকে আরম্ভ হয়ে ৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।
ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নেতাকর্মীদের বাড়ি-ঘরে ও ব্যবসায় প্রতিষ্ঠানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। অভিযানকালে বাড়িতে থাকা লোকদের ভয়ভীতি দেখিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত।
এএ