ইতালি স্পেন মুখোমুখি রাত দশটায়

প্রকাশ: ২০১৬-০৬-২৭ ২১:২৪:০৯


Italy-spain২০১২ ইউরোর ফাইনাল আজ প্যারিসের স্টেডে ডি ফ্রান্সে। সেই ম্যাচে স্পেনের কাছে হেরে হতাশায় ডুবতে হয়েছিল ইতালিকে।

শিরোপার হাসি হেসেছিল স্পেন। এবার সেই পরাজয়ের বদলা নেয়ার দারুণ সুযোগ ইতালির সামনে। আর হ্যাটট্রিক শিরোপার সম্ভাবনা ধরে রাখার জন্য স্পেন কঠিন এক পরীক্ষার সামনে। কে উঠবে কোয়ার্টার ফাইনালে আর কে নেবে বিদায়? ইউরো ফুটবলে এখন এটাই সবচেয়ে আলোচনার বিষয়বস্তু।

বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। তুমুল উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিকে তাই অনেকেই আখ্যা দিচ্ছেন ফাইনালের আগে ফাইনাল হিসেবে।

এবারের গ্রুপ পর্ব থেকেই কেমন যেন নিষ্প্রভ টানা দুই আসরে ইউরো জয়ী স্পেন। গ্রুপে রানারআপ হয়ে উঠতে হয়েছে দ্বিতীয় রাউন্ডে। হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। গ্রুপ রানারআপ হওয়ার কারণেই দেখা পেয়ে গেছে আজ্জুরিদের।

টানা তিন ইউরোর নকআউটে স্পেন আর ইতালি মুখোমুখি। এর আগে ২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু’দল। এর আগে বড় কোন প্রতিযোগিতায় পাঁচবারের মুখোমুখিতে ইতালিকে হারাতে পারেনি স্পেন। সেই প্রথমবারের মত ঠিকই ইতালিকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় স্প্যানিশরা।

২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপেও গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল দু’দল। ওই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। তবে ফাইনালে আবার মুখোমুখি হয় স্পেন-ইতালি। এবার ৪-০ ব্যবধানে স্প্যানিশদের কাছে হেরে যায় আজ্জুরিরা। এরপর ২০১৩ কনফেডারেশন্স কাপের সেমিফাইনালেও মুখোমুখি হয় ইতালি এবং স্পেন। ওই ম্যাচেও টাইব্রেকারে হেরে যায় ইতালি। প্রীতি ম্যাচ হিসেবে ধরলে সর্বশেষ ১১ ম্যাচে স্পেনকে মাত্র একবার হারিয়েছে ইতালি।

সুতরাং সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে স্পেনই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছিল বেশ কষ্ট করে। দ্বিতীয় ম্যাচে তুরস্ককে উড়িয়ে এসে তৃতীয় ম্যাচে ধরা খায় ইনিয়েস্তারা। হেরে যায় ২-১ গোলে।

অন্যদিকে ইতালি নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়েছে। সুইডেনের বিপক্ষে জিততে ঘাম ঝরালেও নিশ্চিত হয় নকআউট পর্ব। এরপর অবশ্য তারা রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে হেরে যায়।

সানবিডি/ঢাকা/আহো