কোহলির শচীনকে ছোঁয়া সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৫ ১৯:৩৫:৩৩


বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দাপুটে ক্রিকেট খেলা দুই দলের ম্যাচ। ফর্মের তুঙ্গে থাকা ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর সেই ম্যাচটাও ক্রিকেটস্বর্গ ইডেন গার্ডেন্সে। উত্তাপ যে চরমে তা আর বলার অপেক্ষা রাখে না। রোববারের ছুটির দিনে স্টেডিয়ামের উপচে পড়া দর্শককে সাক্ষী বানিয়ে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। ওয়ানডে সেঞ্চুরি সংখ্যায় শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট। জন্মদিনে সেঞ্চুরিতে মাতালেন ইডেন।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করেছে ভারত। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ৩২৭ রান।

এদিন শুভমান গিলকে নিয়ে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন অধিন্যাওক রোহিত শর্মা। ১২ এর কাছাকাছি রানরেটে রান তুলে ষষ্ঠ ওভারের রাবাদার শিকারে পরিণত হন রোহিত। ২৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৪০ রান করেন ভারত অধিনায়ক। দলীয় ৯৩ রানে আরেক ওপেনার গিল ২৪ বলে ২৩ রান করে কেশভ মহারাজের শিকারে পরিণত হন।

তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কোহলি-শ্রেয়াস আইয়ার। দলীয় ২২৭ রানে এনগিডির শিকারে পরিণত হন আইয়ার। ৮৭ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৭ রান করেন তিনি। কেএল রাহুল নেমে খুব একটা সুবিধা করতে পারেননি। ১৭ বলে ৮ রান করেই ইয়ানসেনের বলে ফন ডার ডুসেনের দারুণ ক্যাচে পরিণত হন।

পঞ্চম উইকেট জুটিতে কোহলি সূর্যকুমারের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন। ১৪ বলে ২২ রান করে শামসির শিকারে পরিণত হন সূর্যকুমার।

সাবধানী ব্যাটিং করা কোহলি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। অবশেষে ৪৯তম ওভারে রাবাদার বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন শচীন টেন্ডুলকারকে। ২৯০তম ওয়ানডে ম্যাচে ২৭৮তম ইনিংসে ৪৯তম সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। সমান সংখ্যক সেঞ্চুরির জন্য টেন্ডুলকার ৪৬৩ ম্যাচের ৪৫২ ইনিংসে ব্যাট করেছিলেন।

এই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল মার্শ। কোহলিও জন্মদিনেই রেকর্ড ছোঁয়া সেঞ্চুরির দেখা পেলেন। দিল্লিতে জন্ম নেওয়া এই কিংবদন্তির আজও ৩৫ পূর্ণ করে ৩৬ এ পা দিলেন। উপলক্ষটা কী দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন তিনি।

শেষ পর্যন্ত কোহলি ১২১ বলে ১০ চারে ১০১ রানে অপরাজিত থাকেন। ইডেনের উইকেটে প্রোটিয়া বোলারদের বিপক্ষে স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং উপহার দিতে পারেননি এই ব্যাটিং মায়েস্ত্রো। শেষদিকে ১৫ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে ভারতের সংগ্রহটা বড় করেন রবীন্দ্র জাদেজা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আজ ভিন্ন ভিন্ন পাঁচজন বোলার মিলে ভারতের পাঁচ উইকেট নিয়েছেন। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে গিলের উইকেট নিয়ে সবচেয়ে সাশ্রয়ী ছিলেন কেশভ মহারাজ। রাবাদাও ১০ ওভারে মাত্র ৪৮ রান দেন। ৯.৪ ওভারে ৯৪ রান দিয়ে সবচেয়ে খরুচে বোলার মার্কো ইয়ানসেন পান কেএল রাহুলের উইকেটটি।

এএ