রাজধানীর নীলক্ষেত মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নীলক্ষেত মোড়ে আগুনের খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
এদিকে রাত ১০টার দিকে কাওরান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিকআপ ভ্যানের পেছনে থাকা একটি সোফা সেটে আগুন দেয় তারা। চালক সোফাটি ফেলে দিয়ে পিকআপ নিয়ে চলে যান। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
তবে পুলিশ বলছে, এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে ২ নভেম্বর সন্ধ্যা ৬টা (৩ দিন) পর্যন্ত দুর্বৃত্তরা সারা দেশে ৩৪টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে শুধু রাজধানীতেই ১২টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া বিএনপি ও জামায়াতের ডাকা ফের ৪৮ ঘণ্টা (৫ ও ৬ নভেম্বর) অবরোধ কর্মসূচির আগেই শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ও রাতে রাজধানীর পৃথক স্থানে পরপর চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এম জি