বৈশ্বিক ইস্পাত উৎপাদনের পরিমাণ কমেছে। আগের বছরের একই মাসের তুলনায় গত সেপ্টেম্বরে উৎপাদন কমেছে ১ দশমিক ৫ শতাংশ। মাসটিতে মোট ১৪ কোটি ৯৩ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন সম্প্রতি মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সংস্থাটির প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিশ্বে মোট ১৪০ কোটি ৬৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। বিশ্বের মোট ৬৩টি দেশ মিলে এ পরিমাণ ইস্পাত উৎপাদন করেছে। পরিমাণগত দিক দিয়ে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল এশিয়া ওশেনিয়া। সেপ্টেম্বরে অঞ্চলটি ১১ কোটি ৭ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। আর চলতি বছরের প্রথম নয় মাসে অঞ্চলটির মোট উৎপাদন ১০৫ কোটি ৫৭ লাখ টনে উন্নীত হয়েছে।
ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চলের দেশগুলোয় উৎপাদন লক্ষণীয় মাত্রায় কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় অঞ্চলটিতে সেপ্টেম্বরে উৎপাদন ১০ দশমিক ৭ শতাংশ কমেছে। অঞ্চল হিসেবে মাসটিতে এটিই সর্বোচ্চ পতন। সেপ্টেম্বরে ৭৩ লাখ টনসহ চলতি বছরের প্রথম নয় মাসে মোট ৬ কোটি ৬৩ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে।
ওয়ার্ল স্টিলের তথ্যমতে, চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী ও ব্যবহারকারী। সেপ্টেম্বরে দেশটি ৮ কোটি ২১ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। গত বছরের একই মাসের তুলনায় চীনে উৎপাদন কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির মোট উৎপাদন দাঁড়িয়েছে ৭৯ কোটি ৫১ লাখ টনে। সেপ্টেম্বরে ব্রাজিলের উৎপাদনের পরিমাণও ৫ দশমিক ৬ শতাংশ কমে নেমেছে ২৬ লাখ টনে। এ বছরের নয় মাসে মোট ২ কোটি ৪০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে নবম শীর্ষস্থান দখল করে আছে দেশটি।
সবচেয়ে বেশি উৎপাদন কমেছে দশম শীর্ষ উৎপাদনকারী ইরানের। সেপ্টেম্বরে গত বছরের একই মাসের তুলনায় দেশটির ১২ দশমিক ৭ শতাংশ উৎপাদন কমে দাঁড়িয়েছে মাত্র ২৪ লাখ টনে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি মোট ২ কোটি ২১ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। আর জাপানের উৎপাদন গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমে গেছে। বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক দেশটির গত সেপ্টেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ৭০ লাখ টন। আর নয় মাসের মোট উৎপাদন হয়েছে ৬ কোটি ৫৪ লাখ টন।
এনজে