ফেসবুকে নগ্ন ছবি, ক্ষোভে তরুণীর আত্মহত্যা
প্রকাশ: ২০১৬-০৬-২৮ ১৬:৪৩:২২

ফেসবুকে নিজের নগ্ন ছবি প্রকাশের ছয়দিন পর আত্মহত্যা করেছেন রসায়নে গ্রাজুয়েশন করা এক ছাত্রী। আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে যান ভারতের তামিল নাড়ু প্রদেশের ওই তরুণী। সেখানে তিনি লিখেছেন, ‘মা-বাবা বিশ্বাস করতে চায় না, আমি ছবি পাঠাইনি।’
গতকাল নিজঘরে আত্মহত্যা করে ভিনুপ্রিয়া নামের ২১ বছর বয়সী ওই তরুণী। পুলিশ বলছে, মেয়েটির নামে কেউ একজন ফেক আইডি খুলে নগ্ন ছবি পোস্ট করে।
পরিবারের অভিযোগ, বারবার জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ‘আমরা ইতিমধ্যে কেস নিয়েছি। এবং ওই পেজটি বন্ধ করে দেয়া হয়েছে।’ এনডিটিভিকে বলেন সিনিয়র পুলিশ অফিসার অমিত কুমার।
তিনি যোগ করেন, ‘ফেসবুককে ইতিমধ্যে ওই আইডি ব্যবহারকারীর তথ্য দিতে বলা হয়েছে।’







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













