খুলনায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ: ২০১৫-১০-১৯ ২০:৪৫:৪৪
খুলনার ফুলতলা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় সোমবার বিকালে রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার জনাব লুলু বিলকিস বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন।
কৃষিবিদ দেবানন্দ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ভুপেশ কুমার মন্ডল, মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, অত্র দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রণোদনাভুক্ত চাষী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ফসলের উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭৫ জন চাষির মাঝে গম, ভুট্টা, খেসারী ও গ্রীষ্মকালীন মুগের বীজ ও সার বিতরণ করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ