বৈশ্বিক বাজারে ১ শতাংশ কমেছে খাদ্যশস্যের দাম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-০৭ ০৯:০৩:৫১

বৈশ্বিক বাজারে খাদ্যশস্যের মূল্যসূচক আগের মাসের তুলনায় অক্টোবরে ১ শতাংশ কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ফুড ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
অক্টোবরে এফএওর খাদ্যমূল্য সূচক গড় ছিল ১২০ দশমিক ৩ পয়েন্ট, যা আগের মাসের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। অক্টোবরে চিনি, দানাদার খাদ্যশস্য, ভোজ্যতেল ও মাংসের দাম কামায় সূচক নিম্নমুখী হয়েছে।
আমদানি বাণিজ্য কমায় আন্তর্জাতিক বাজারে চালের দাম ২ শতাংশ কমেছে। একই সময়ে গমের মূল্য কমেছে ১ দশমিক ৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের সরবরাহ উদ্বৃত্ত ও প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে বিক্রির প্রতিযোগিতা গমের দাম কমাতে প্রধান ভূমিকা রেখেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আর্জেন্টিনায় সরবরাহ কমে যাওয়ায় ভুট্টার দাম কিছুটা বেড়েছে।
এদিকে ভোজ্যতেলের মূল্যসূচকও টানা তৃতীয় মাসে কমেছে। প্রতি মাসে কমার হার দশমিক ৭ শতাংশ। পাম অয়েলের নিম্নমুখী বাজারদর এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা রেখেছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













