ইসরায়েল গাজায় যেভাব হামলা হালাচ্ছে তাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দুই লাখ নারীর উপর অমানবিক নির্যাতনের কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ সম্পর্কিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে বিশ্বের সকল নারীকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া সম্মেলনে প্রধানমন্ত্রী, ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে নারীর অধিকার ও লিঙ্গ সমতা রক্ষায় গৌরবের সাথে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্ব মুসলিম নারী সমাজের প্রতি বেশ কিছু পরামর্শে বলেন, ফিলিস্তিনে সংগঠিত নারী ও শিশুদের প্রতি যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তা বন্ধ করতে হবে। ইসলামোফোবিয়ার নাম দিয়ে নারী প্রতি যে বৈষম্য হচ্ছে তা বন্ধ করতে হবে। এসডিজি-৫ পূরণে লিঙ্গ-সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিয়ে মুসলিম নারীদের স্বাধীনভাবে চলাচলের ও নিজেদের উপস্থাপনের সুযোগ দিতে হবে।
সর্বশেষ শেখ হাসিনা তার বক্তব্যের সমাপনী অংশে বেগম রোকেয়ার কথা উল্লেখ করে বলেন, কবি তার 'সুলতানার স্বপ্ন' গ্রন্থে সেই ১৯০৫ সালে নেতৃত্বাধীন বিশ্বের কল্পনা করেছিলেন।
এম জি