ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হলেন আমিনুর রহমান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৭ ১২:৫৬:০৮

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুর রহমান।
মঙ্গলবার (৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুর রহমানকে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো।
একইসঙ্গে এই কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










