টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৭ ১৪:২৩:২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুুপুর আড়াইটায় শুরু হবে দু’দলের লড়াই। এদিন
এ ম্যাচে জয় পেলে সেমির সম্ভাবনা আরও জোরালো হবে রশিদ-নবীদের। আর জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে অজিদের।
দুই দলের একাদশেই রয়েছে পরিবর্তন। এ ম্যাচে অজিরা পাচ্ছে না অভিজ্ঞ স্টিভেন স্মিথকে। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন। তাদের বদলে একাদশে ফিরেছেন মিশেল মার্শ এবং ম্যাক্সওয়েল। আফগান একাদশে ফিরেছেন নাভিন-উল হক। বাদ পড়েছেন ফজলহক ফারুকি।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন-উল-হক।
অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












