ইব্রাহিমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ আফগানিস্তানের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৭ ১৮:৪০:৪৭
নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর প্রধান কোচ জনাথন ট্রট আক্ষেপ করে বলেছিলেন, আফগানিস্তানের ব্যাটারদের থেকে এবার সেঞ্চুরি চান তিনি। সেই আক্ষেপ আর দীর্ঘায়িত হতে দেননি ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেন তিনি। সেটিও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি দলের বিপক্ষে।
ইব্রাহিমের ১৪৩ বলে ১২৯ রানের ইনিংসের কল্যাণে অজিদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে আফগানরা। ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে তারা।
মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনি জুটিটা জমেনি তাদের। ২১ রানে আউট হন রহমানউল্লাহ জাদরান।
দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে ৮৩ রানে জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ইব্রাহিম।
এরপর হাসমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। অন্যপ্রান্ত ধরে খেলে ১৩১ বলে শতক পূর্ণ করে ইব্রাহিম। ষষ্ঠ উইকেটে রশিদ খানের সঙ্গে ইব্রাহিমের ২৮ বলে অবিচ্ছেদ্য ৫৮ রানের জুটিতে ২৯১ রান করে আফগানিস্তান।
এএ