অস্থিতিশীল আলুর বাজার নিয়ন্ত্রণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। গত চারদিনে বন্দর দিয়ে ৮৫টি ট্রাকে ২ হাজার ২০২ টন ১৪৫ কেজি আলু আমদানি হয়েছে। বন্দরে প্রতি কেজি আলু আগে ৩০-৩২ টাকা দামে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৯-৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় আলুর দামও কেজিতে ১০-১৫ টাকা করে কমেছে। শুল্ক প্রত্যাহার করা হলে দাম আরো কমবে বলে দাবি আমদানিকারকদের।
সোমবার হিলি স্থলবন্দরে কাটিনাল জাতের বড় আকারের আলু পাইকারিতে প্রতি কেজি বিক্রি হয়েছে ২৯-৩০ টাকা, যা আগে ৩০-৩২ টাকা বিক্রি হয়েছিল। এছাড়া হিলি বাজারে আমদানীকৃত কাটিনাল জাতের আলু খুচরায় বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে, যা দুদিন আগেও ৪০ টাকা বিক্রি হয়েছিল। একই জাতের দেশীয় আলু আগের তুলনায় কমে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা কয়েকদিন আগে ৫০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া গুটি আলু আগে ৬০ টাকা বিক্রি হলেও তা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বেশ কিছুদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ ছিল। সরকার অনুমতি দেয়ায় গত বৃহস্পতিবার আবারো আলু আমদানি শুরু হয়। এদিন বন্দর দিয়ে সাতটি ট্রাকে ১৭৮ টন ৭৪৫ কেজি আলু আমদানি হয়। শনিবার দ্বিতীয় দিনের মতো বন্দর দিয়ে আলু আমদানি হয়। এদিন বন্দর দিয়ে ৩৮টি ট্রাকে ৯৭৬ টন ২৩০ কেজি আলু আমদানি হয়। রোববার ১৬টি ট্রাকে ৪২২ টন আলু আমদানি হয়েছে। সোমবার ২৪টি ট্রাকে ৬২৪ টন আলু আমদানি হয়েছে।’
এনজে