বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। চলমান ওয়ানডে বিশ্বকাপে খুবই বাজে পারফরম্যান্স করা ইংল্যান্ডের এখন লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের অবস্থা এবারের বিশ্বকাপে নাজেহাল। ৭ ম্যাচের ১টিতে জয় ও ছয়টিতে হেরে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর টানা পাঁচ ম্যাচ হেরেছে বাটলার-স্টোকসরা। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের। বিশ্ব মঞ্চে স্বপ্ন চুরমার হলেও, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ এখনও রয়েছে ইংল্যান্ডের।
এ দিকে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে নেদারল্যান্ডস। শেষ দুই ম্যাচ জিতলে ডাচদের পয়েন্ট হবে ৮। টেবিলে ৮ করে পয়েন্ট নিয়ে সেমির দৌঁড়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এই তিন দল যদি নিজেদের বাকী ম্যাচে হেরে যায়, আর নেদারল্যান্ডস দুই ম্যাচেই জিতে, তাহলে তিন দলের পয়েন্টই সমান হবে। তখন রান রেট বিবেচনা করা হবে। কিন্তু ওই তিন দলের কেউ একটি ম্যাচ জিতে গেলে বা ইংল্যান্ডের কাছে নেদারল্যান্ডস হারলে, সেমির আশা শেষ হয়ে যাবে ডাচদের।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ এবং গাস এটকিনসন্স।
নেদারল্যান্ডস একাদশ
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিডি, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন।
এম জি