ইউরোর শেষ আটের সময়সূচী

প্রকাশ: ২০১৬-০৬-২৮ ২১:২৭:৫২


Euro-fixturesএরই মধ্যে সম্পন্ন হয়েছে ইউরো কাপের শেষ ষোলর লড়াই। যার মধ্যে আট দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জায়গা করে নিয়েছে শেষ আটে।

বেশ কয়েকটি চমকও ছিল এ রাউন্ডে। সবচেয়ে বড় চমকটি হলো ফেবারিট দল ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউরোতে প্রথম খেলতে আসা আইসল্যান্ড। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে হটিয়ে শেষ আটে উঠেছে ইতালি।

শেষ আটে কে কার মুখোমুখি হতে যাচ্ছে তা এক নজরে দেখে নেওয়া যাক : (বাংলাদেশ সময়ানুযায়ী)

৩০ জুন- ১ম কোয়ার্টার ফাইনাল – পর্তুগাল বনাম পোল্যান্ড (রাত ১টা)

১ জুলাই- ২য় কোয়ার্টার ফাইনাল – ওয়েলস বনাম বেলজিয়াম (রাত ১টা)

২ জুলাই- ৩য় কোয়ার্টার ফাইনাল – জার্মানি বনাম ইতালি (রাত ১টা)

৩ জুলাই- ৪র্থ কোয়ার্টার ফাইনাল – ফ্রান্স বনাম আইসল্যান্ড (রাত ১টা)

সানবিডি/ঢাকা/আহো