

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। তবে সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলছে না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের থেকে এক ধাপ নিচে থাকলেও ত্রিদেশীয় সিরিজের বদৌলতে পয়েন্ট ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে।
এত দিন বাংলাদেশের থেকে উইন্ডিজরা ১০ পয়েন্ট পেছনে ছিল। কিন্তু তারা সদ্যই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। আর এ সিরিজে অংশগ্রহণের ফলে তারা অনেকটাই এগিয়ে এসেছে। সিরিজটি জয় করতে না পরলেও অর্জন করেছে ৬ পয়েন্ট। ফলে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ৪-এ নামিয়ে এনেছে।
দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল অবধি পৌঁছেছিল ক্যারিবীয়রা। ফাইনাল ম্যাচটিতে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
বাংলাদেশ ৯৮ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে। প্রথমে ক্যারিবীয়রা তাদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থাকলেও এখন ৯৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। ৮৭ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে পাকিস্তান।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি এখনো অস্ট্রেলিয়াই ধরে রেখেছে। তাদের অর্জিত পয়েন্ট ১২৩। এরপর দ্বিতীয় স্থানে ১১৩ পয়েন্ট নিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় র্যাঙ্কিংয়ের একধাপ অবনমন হয়েছে দক্ষিণ আফ্রিকার। তারা ১১০ পয়েন্ট চতুর্থ স্থানে রয়েছে। আর সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।
ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যেকার ওয়ানডে সিরিজের ফলে ইংল্যান্ড ১০৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। আর সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে এসেছে শ্রীলঙ্কা।
আগামী বছরের ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের সাতটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আর স্বাগতিক দল হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর বাকি দুটি দলকে আইসিসি সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলার মাধ্যমে অর্জন করতে হবে বিশ্বকাপে খেলার যোগ্যতা।
আইসিসি র্যাঙ্কিংয়ে ধীরে ধীরে পেছনের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে তুলনামূলক কম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা। তাই অন্যান্য দেশের তুলনায় ওয়ানডে ম্যাচ কম খেলা বাংলাদেশের জন্য বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার বিষয়টি হুমকির মুখে পড়ছে। তবে এ ব্যাপারে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সানবিডি/ঢাকা/আহো