তিন ঘণ্টায় হাবিবের গান!

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১১:০২:১০


bg-habibএকটি গান তৈরিতে দীর্ঘ সময় নেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার সঙ্গে যাদের ওঠা-বসা আছে সবাই এটা স্বীকার করবেন যে, হাবিব বেশ খুঁতখুঁতেও। নিজের বা অন্যের গান তৈরিতে হাবিব সাধারণ এই বৈশিষ্ট্যের বাইরে যান না। তবে ব্যতিক্রম ঘটলো এবার।

মাত্র তিনঘণ্টার মধ্যে সুর তৈরি করা, কথা বসানো ও সংগীতায়োজন- এবার এসবই করলেন হাবিব ওয়াহিদ। নিজেকেই ভাঙলেন নতুন গান তৈরির ক্ষেত্রে। ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে সেই গান।

হাবিবের মতে, তার ক্যারিয়ারে দ্রুততম সময়ে কম্পোজ করা গান হলো ‘তুমিহীনা’। গানটির সুর ও আনুসঙ্গিক কাজগুলো আক্ষরিক অর্থে তিন ঘণ্টার মধ্যে শেষ করেছেন তিনি।মিনারের কথাগুলো কণ্ঠে তুলেছেন হাবিব। গানটির মাধ্যমে হাবিব ভক্তদের মুক্ত জীবন যাপন ও ভালোবাসা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

সংগীতের নতুন অ্যাপস ইয়ন্ডারে মিলছে হাবিবের ‘তুমিহীনা’। এর পাশাপাশি আরও থাকছে তার গাওয়া ‘মনের ঠিকানা’ ও ‘তোমার আকাশ’।

সানবিডি/ঢাকা/এসএস