ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি তিন আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার (৯ ও ১০ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ৩ আসামি হলেন: আব্দুর রব (৭০), সেলিম মিয়া (৩৩) এবং বাচ্চু মিয়া (৪০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো বাচ্চু মিয়া জানান, গত ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে আব্দুর রবকে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান তিনি। আর সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া। তার আগে বৃহস্পতিবার রাতে সেলিম মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত বলে জানান।
জানা জায়, সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার হত্যা মামলার আসামি ছিলেন। বাচ্চু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলার আসামি। আর আব্দুর রবের মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এএ