বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ভারতের নয়া দিল্লিতে যাওয়ার তথ্য সঠিক নয়, তিনি ঢাকাতেই আছেন।
শুক্রবার (১০ নভেম্বর) বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাসের মুখপাত্র স্টিফেন এফ ইবেলি বিষয়টি নিশ্চিত করেন।
স্টিফেন ইবেলি বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে পিটার হাসও যোগ দেবেন বলে কয়েকটি গণমাধ্যমে চাউর হয়। ব্লিঙ্কেনের আসার আগেই সেখানে পিটার হাস পৌঁছেছেন বলেও গণমাধ্যমগুলো প্রচার করে।
এএ