আপনিও মুহূর্তেই পেয়ে যাবেন ফেসবুকের সব আপডেট
প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১২:৩৪:৩৮

ফেসবুকে আপনার ফ্রেন্ডলিস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ রয়েছেন৷ অথচ, তাঁর ফেসবুকের টাইমলাইনের বিভিন্ন পোস্ট আপনি অনেক পরে দেখতে পাচ্ছেন? অথবা, ফেসবুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও পেজ আপনি লাইক করে রেখেছেন৷ কিন্তু, ওই পেজের বিভিন্ন পোস্ট-ও অনেক পরে দেখতে পাচ্ছেন আপনি?
তবে, এমনটা হলেও, চিন্তার কোনও কারণ নেই৷ কারণ, ফেসবুকের কোনও প্রোফাইল হোক অথবা পেজ, সেখানে যখন যে পোস্ট করা হবে, মুহূর্তের মধ্যেই সেই পোস্ট আপনি দেখতে পাবেন৷ তার জন্য অবশ্য আপনাকে ফেসবুকের সেটিংসে কিছু বদল করতে হবে৷ আর, ওই বদলের জেরেই, আপনার ফ্রেন্ডলিস্টে থাকা যে কারও প্রোফাইল অথবা আপনার লাইক করা যে কোনও পেজের যে কোনও পোস্ট মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে আপনার ফেসবুকের ওয়ালে এবং নোটিফিকেশনে৷ কীভাবে বদল আনবেন সেটিংসে?

ছবি: এক৷
যেমন, kolkata24x7-এর ফেসবুক পেজ আপনি লাইক করেছেন৷ এ বার kolkata24x7-এর ফেসবুক পেজের লাইক অপশনে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে একটি উইন্ডো খুলে যাবে (ছবি: এক)৷ দেখবেন, ওই উইন্ডোয় লেখা নোটিফিকেশনস-এর ‘অল অন’ (অল পোস্টস, ইভেন্টস)-এ টিক মার্ক হয়ে রয়েছে৷ এবং, ওই উইন্ডোয় ‘ইন ইউর নিউজ ফিড’-এও দেখা যাবে ‘ডিফল্ট’ অপশনে টিক মার্ক হয়ে আছে৷ এই ‘ডিফল্ট’-এর উপরে রয়েছে ‘সি ফার্স্ট’ অপশন৷ এ বার এই ‘সি ফার্স্ট’-এ মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে হবে৷ তা হলে, ‘ডিফল্টে’র বদলে ‘সি ফার্স্ট’-এ টিকমার্ক হয়ে যাবে (ছবি: দুই)৷ আর, এর ফলে kolkata24x7-এর ফেসবুক পেজের প্রতিটি পোস্ট মুহূর্তের মধ্যেই আপনার ফেসবুকের ওয়াল এবং নোটিফিকেশনে পৌঁছে যাবে৷ এবং, ফেসবুকে আপনি অন থাকলে, মুহূর্তের মধ্যেই আপনি সে সব দেখতেও পাবেন৷
ফেসবুকে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা যে কোনও ফ্রেন্ড-এর প্রোফাইলে সাধারণত ‘ফ্রেন্ডস’ অপশনের ডান দিকে ‘ফলোয়িং’ অপশনও টিক মার্ক হয়ে থাকে (ছবি: তিন)৷ তবে, আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন৷ কিন্তু, তিনি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলেও, সাধারণত তাঁর প্রোফাইলের এই ‘ফলো’ অপশন ‘ফলোয়িং’-এ বদলে টিক মার্ক হয়ে যাবে৷ আবার, কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠানো সম্ভব না হলে, আপনি তাঁর প্রোফাইলের এই ‘ফলো’ অপশনে ক্লিক করলেও ‘ফলোয়িং’ হয়ে যাবে৷ এবং, টিক মার্ক দেখা যাবে৷ এ বার, এই ‘ফলোয়িং’ অপশনে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে একটি উইন্ডো খুলে যাবে৷ দেখবেন, ওই উইন্ডোয় ‘ডিফল্ট’ অপশন টিক মার্ক হয়ে আছে (ছবি: তিন)৷ এই ‘ডিফল্ট’ অর্থাৎ, ‘সি অল পোস্টস অ্যাজ ইউজুয়াল’-এর উপরে রয়েছে ‘সি ফার্স্ট’ অপশন অর্থাৎ, ‘সি নিউ পোস্টস অ্যাট দ্য টপ অফ নিউজ ফিড’৷

ছবি: তিন৷
কোনও প্রোফাইলের এই ‘সি ফার্স্ট’-এ ক্লিক করলেও, ওই প্রোফাইলের টাইমলাইনের প্রতিটি পোস্ট মুহূর্তের মধ্যেই আপনার ফেসবুকের ওয়াল এবং নোটিফিকেশনে পৌঁছে যাবে৷ আর, এ ভাবেই আপনি কোনও প্রোফাইল অথবা পেজের যাবতীয় আপডেট মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন যদি সেই মুহূর্তে আপনি ফেসবুকে অন থাকেন৷ কিন্তু, এ ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে৷ সেই সমস্যা হল, আপনি যত খুশি প্রোফাইল অথবা পেজ-এর আপডেট মুহূর্তের মধ্যে দেখতে পাবেন না৷ কারণ, প্রোফাইল এবং পেজ মিলিয়ে অথবা শুধুমাত্র প্রোফাইল কিংবা পেজের জন্য এখনও পর্যন্ত সর্বাধিক ৩০টি ক্ষেত্রে এ ভাবে মুহূর্তের মধ্যে আপনি প্রতিটি আপডেট পেতে পারেন৷ তবে, ফেসবুকে নিয়মিত পরিবর্তন আনা হচ্ছে৷ এই পরিবর্তনের জেরে নতুন নতুন অপশনও চালু হচ্ছে৷ যে কারণে, মুহূর্তের মধ্যে কোনও পেজ অথবা প্রোফাইলের আপডেট পাওয়ার জন্য আগামী দিনে হয়তো অন্য কোনও পরিবর্তন আনা হবে৷ তখন হয়তো আর সংখ্যাটা ৩০ থাকবে না৷ সূত্র: কলকাতা২৪/৭
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














