ইউরোপে ইংরেজির প্রয়োজনীয়তা ফুরিয়েছে!

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১২:৪৩:২২


euইংরেজরা যখন চলেই যাচ্ছে, তখন আর ইংরেজির দরকার কী? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে! ব্রেক্সিটের সঙ্গে এ বার ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংরেজিরও বিদায় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইইউয়ের এক নেতা।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য তথা সাংবিধানিক কমিটির প্রধান ডানটা হাবনার বলেছেন, আমাদের যা নিয়ম, তাতে ইউনিয়নের যে কোনও দেশ একটি ভাষাকে সরকারি ভাষা করার প্রস্তাব দিতে পারে। সেই মতোই ইংরেজি এত দিন ইইউয়ের সরকারি ভাষা ছিল।

হাবনারের মতে, যদি ব্রিটেন না থাকে, তবে ইংরেজিও থাকবে না! বিভিন্ন ক্ষেত্রে ফরাসি ও জার্মান ব্যবহৃত হলেও ইইউয়ের জনপ্রিয় ভাষা ইংরেজিই। ব্রেক্সিটের পরই ফরাসি রাজনীতিকরা ইংরেজির এ আধিপত্য খারিজের আর্জি নিয়ে সরব হয়েছেন। যা মানতে নারাজ জার্মানি।

জার্মানির ইইউ কমিশনার গান্থার ওটিংগারের কবলেন, আমাদের বেশির ভাগ সদস্যই ইংরেজি বলেন। ইংরেজি যে জনপ্রিয়, স্বীকার করছি। ব্রিটিশদের বিদায় হলেও ইংরেজির যে আরও একটা সুযোগ রয়েছে মনে করিয়ে দিয়েছেন গান্থার।

মজা করে বলছেন, স্কটল্যান্ড যদি কখনও একক ভাবে ইইউয়ের অংশ হতে চায়, তবে ফিরতে পারে ইংরেজিও!

সানবিডি/ঢাকা/এসএস