সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিসংখ্যান অনুযায়ী অক্টোবরে সড়কে ৪৩৭ দুর্ঘটনায় ৩৯৪ জনের প্রাণ গেছে। বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ৪২৯ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৩৭ জন।
বৃহস্পতিআর প্রকাশিত বিআরটিএর পরিসংখ্যান অনুযায়ী আহত হয়েছেন ৪৯২ জন। পরের দিন শুক্রবার প্রকাশিত যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী আহতের সংখ্যা ৬৮১।
যাত্রী কল্যাণ সমিতির জানিয়েছে, অক্টোবরে রেলপথে ২৯ দুর্ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। ছয়টি নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের। আগের মাসগুলোর তুলনায় অক্টোবরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের কারণে। ১৩১ মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার ৩০ দশমিক ৫৩ শতাংশে মোটরসাইকেলের সংশ্লিষ্টতা রয়েছে। মোট প্রাণহানির ৩৩ দশমিক ৫৬ শতাংশে মোটরসাইকেল দুর্ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে। বিআরটিএর হিসাবে, সাড়ে ২৯ শতাংশ দুর্ঘটনায় মোটরসাইকেলের সংশ্লিষ্টতা রয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১২০ জন ছিলেন চালক। ২৮ জন ছিলেন শ্রমিক। ৩৬ জন ছিলেন পথচারী। শিক্ষার্থী নিহত হয়েছেন ৫২ জন। ৩০ শিশুর জীবন গেছে দুর্ঘটনায়। ১৮ দশমিক ৬১ শতাংশ দুর্ঘটনায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চলাচল নিষিদ্ধ নছিমন করিমন ভটভটির কারণে দুই শতাংশ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য সাতটি কারণ চিহ্নিত করে প্রতিরোধে সাত দফা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
এনজে