সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩০৫ বারে ৫ লাখ ৯৪ হাজার ৩১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৮৬ বারে ১১ লাখ ২২ হাজার ৯৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৪৭ বারে ৪ লাখ ২৭ হাজার ৩৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭.৯৭ শতাংশ, ওয়াইম্যাক্সের ৭.৪৬ শতাংশ, জিকিউ বলপেনের ৬.০৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৫.৫৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৭৩ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৩৫ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ৫.০৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস