মোশাররফ করিমকে ‘একটা লাইক দেবেন প্লিজ!’
প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৫:৫৬:২৮

যুগটাই এখন ফেসবুকের। ফেসবুক অ্যাকাউন্ট বিহীন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। কে কতো লাইক, কমেন্ট পেল তা নিয়ে অনেকের মধ্যে চলে বিস্তর প্রতিযোগিতা। অনেকের মতো শেষ পর্যন্ত মোশাররফ করিমও নামলেন লাইক বাড়ানোর প্রতিযোগিতায়। তার প্রতিযোগিতা মহল্লার আরেক প্রতিযোগী শামীম জামানের সঙ্গে। তার চেয়ে শামীম বেশি লাইক পায়। সেকারণে দুজনের মধ্যে চলে পাল্টপাল্টি প্রতিযোগিতা।
অনেক চেষ্টায়ও মোশাররফ করিম নিজের পোস্টে উল্লেখ্য করার মতো লাইক না পাওয়ায় বুদ্ধি আঁটলেন ফেসবুকে জ্বালময়ী স্টাটাস দেবেন। যার ভাষা অনেকটা এমন,‘আমাকে একটু লাইক দিন প্লিজ। আমি আপনাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো’। তাতেও কাজ না হলে সস্তা টাইপের ছড়া লেখা শুরু করেন। এটা আসলে বাস্তবের কোন ঘটনা নয়, নাটকের। নাটকের নাম ‘একটা লাইক দেবেন প্লিজ’। আসছে ঈদের জন্য নাটকটি নির্মাণ করছেন মোরসালীন শুভ। মোশাররফ করিম ও শামীম জামান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লাক্স তারকা সামিয়া সাঈদ।
নির্মাতা শুভ বাংলামেইলকে জানালেন, ফেসবুকে লাইক নিয়ে আমাদের মধ্যে যে একটা প্রতিযোগিতার প্রবণতা আছে সেটিই বড় পরিসরে নাটকে তুলে আনার চেষ্টা করেছি।’
পরশু রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













