

বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর বলেছেন, আমি আসলে বুঝি না মানুষ বিমুগ্ধ হয়ে কীভাবে পর্নোকে আসক্ত হয়ে পড়ে। আমি এর মধ্যে কোনও আবেদন খুঁজে পাই না, এজন্যই পর্নো দেখতে পছন্দ করিনা। আমি জানি না কীভাবে অন্যজনকে দেখে মানুষ এতটা উত্তেজিত হতে পারে।
সম্প্রতি করন নিজস্ব ব্লগে এক লেখায় যৌনতা সম্পর্কে খোলাখুলি কথা বলেন। এতে তিনি বলেন, আমি যৌন সম্পর্ক স্থাপন করিনা। চেষ্টাও করিনা।
করণ বলেন, আসলে বাবা মা আমাকে এসব বিষয় নিয়ে আমার সঙ্গে সেভাবে কখনও কথা বলেননি। আবার বাবা আমাকে এমনভাবে শিখিয়েছন যে- এ নিয়ে কথা বললেও তাকে গ্রেফতার করা হতে পারে।
তবে লেখায় করন বলেন, ২৬ বছর বয়সেই তিনি ভার্জিনিটি হারিয়েছেন। 'আমি কখনও যৌনতার পেছনে ঘুরি না'-মন্তব্য করে করণ তার লেখা শেষ করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সানবিডি/ঢাকা/এসএস