আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। তবে সুষ্ঠু-অবাধ নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছাকে রাজনৈতিক দলগুলো আমলে নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শুনানিতে তিনি একথা বলেন।
এসময় বিরোধী নেতাদের ধরপাকড় নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার পছন্দ অনুযায়ী দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার পরিবারের ইচ্ছায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার নিয়ে চিকিৎসা করার সুযোগ দেয়া হয়েছে।
এম জি