আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসতে চান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার (১৩ নভেম্বর) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতে রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। কোনো পূর্বশর্ত ছাড়াই সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলেও উল্লেখ করা হয়।
সবশেষে ভিসানীতি প্রসঙ্গে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারাই ব্যাহত করবে, তাদের ওপরই ভিসানীতি প্রয়োগ করা হবে।
এম জি