‘ড্রিংকইট তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৯:৩১:১২


Photo_1_Drinkit awarded 5 story writersঈদের নাটকের জন্য ‘তোমার গল্পে সবার ঈদ’ শীর্ষক গল্প লেখা প্রতিযোগিতার গল্প বাছাই চূড়ান্ত করেছে আরএফএল-এর পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিংকইট’ এবং বৈশাখী টেলিভিশন।

পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম ‘লেখো গল্প, হও নাট্যকার’। নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ গল্পকার হলেন আসিফ ইমতিয়াজ, সাকিব চৌধুরী, ইলিয়াস নাহিদ, হুমায়ুন রশিদ ও তামিম রহমান।

প্রতিযোগিতায় নির্বাচিত গল্পের নাট্যরূপ দিচ্ছেন দেশের পাঁচ নাট্যনির্মাতা। এই সেরা পাঁচটি গল্প থেকে তৈরি করা হয়েছে ঈদের পাঁচটি হাসির নাটক। যা ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০:৩৫ মিনিটে প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।

বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএফএল এর পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকস-এর প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান, বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম ও অনুষ্ঠান-প্রধান আহসান কবির।

সংস্কৃতি মন্ত্রী বলেন, আরএফএল ও বৈশাখী টেলিভিশনের গল্প লেখা প্রতিযোগিতাটি একটি ভালো উদ্যোগ। তিনি প্রতিষ্ঠান দুটিকে সৃজনশীল এমন কাজের ধন্যবাদ জানান।

‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতায় এ বছর সারা দেশ থেকে ১১ হাজার ৪২৩ টি গল্প জমা পড়ে। সেখান থেকে কয়েক ধাপে বাছাই-প্রক্রিয়া শেষে নির্বাচন করা হয় সেরা পাঁচটি গল্প। এ আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠ ৫ গল্পের লেখকেরা প্রত্যেকে ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

এই বাছাই-প্রক্রিয়ায় চূড়ান্ত পর্বে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের খ্যাতিমান তিন সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।

আর এন পাল বলেন, টেলিভিশন নাটকের জন্য তৃণমূল থেকে নতুন গল্প নিয়ে আসার লক্ষ্যে এই প্রতিযোগিতা। তরুণ গল্পকার তৈরির সবচাইতে বড় এ প্লাটফর্মে আরএফএল যুক্ত থাকবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

আরাফাতুর রহমান জানান, আরএফএল সবসময় মানসম্মত অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে।

সানবিডি/ঢাকা/আহো