

মোটরবাইকে বা চার চাকায় হামেশাই স্টান্ট দেখান স্টান্টম্যানরা। কিন্তু এ বার মুম্বাই-এর লোকাল ট্রেনের মাথায় দাঁড়িয়ে বিপজ্জনক স্টান্টবাজির যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তা দেখে হতভম্ব পুলিশও।
কবে, কীভাবে এমন ঘটনা ঘটে গেল তা নিয়েও মুম্বাই পুলিশ পুরোপুরি অন্ধকারে। যে ট্রেনের মাথায় দাঁড়িয়ে প্রাণের ঝুঁকি নিয়ে ‘কেরামতি’ দেখিয়েছেন অজ্ঞাতপরিচয় যুবক, তার সঙ্গে সমান্তরালভাবে ছোটা কোনও যান থেকে তোলা হয়েছে ভিডিও।
বোঝা যায় গোটা ব্যাপারটাই বেশ পরিকল্পিত ছিল। ভিডিওটি নজরে আসার পর থেকেই অজ্ঞাত পরিচয় এই ব্যাক্তির খোঁজে চল্লাশি চালাচ্ছে মুম্বাই পুলিশ।
ভিডিওটি দেখুন
https://youtu.be/AsKhrk9uN3g
সানবিডি/ঢাকা/আহো