ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি নিজেরা তাদের অফিসে তালা মেরে রেখেছে। তারা চাইলে তালা খুলে অফিস করতে পারে, আপত্তি নেই। অফিসের সামনে ১২ মাসই পুলিশ থাকে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধ-হরতালে দগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, একটি দলের কর্মসূচির পর থেকে অবরোধের নামে আগুন দেয়া হয়। সেই আগুনে নাঈম নামে একজন হেলপারের মৃত্যু হয়েছে। অনেকে দগ্ধ-আহত। ডিএমপি তাদের পাশে আছে এবং তাদেরকে আর্থিক সহায়তা দেবে।
এসময় কমিশনার জানান, নাশকতার সময় হাতেনাতে ১৩ জন গ্রেফতার হয়েছে। তাদের ছাড় দেয়া হবে না। চোরাগোপ্তা হামলার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও চানান তিনি। বলেন, রুখে দেয়ার জন্য জনগণ আর পরিবহন মালিক শ্রমিকদের সমর্থন দরকার। গাড়ি কোথাও ফেলে না রাখার পরামর্শও দেন ডিএমপি কমিশনার।
এম জি