

সোশ্যাল সাইটে ছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর জেরে গ্রেফতার করা হল এক যুবককে। যদিও ছাত্রীটি সোমবার আত্মঘাতী হয়।
বেণুপ্রিয়া নামক এক ছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে পরেছিল ফেসবুকে। লজ্জায় সোমবার আত্মহত্যা করে সে। এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে তামিলনাড়ু পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম সুরেশ।
বিএসসি পাস বেণুপ্রিয়া সোশ্যাল সাইটে তার অশ্লীল ছবি দেখে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের তরফেও তার উপরে সন্দেহ করা হয়।
এরপরেই আত্মঘাতী হয় বেনুপ্রিয়া। সুইসাইড নোটে বেনুপ্রিয়া জানায়, সে আর এই অবস্থার সঙ্গে লড়াই করতে পারছে না।
পুলিশ সূত্রে খবর, আটক সুরেশ বেণুপ্রিয়ার ছবি কী করে আপলোড করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত ছাত্রীর বাবার অভিযোগ, যদি ফেসবুক কর্তৃপক্ষ সাইটটা ডাউন করে দিত তাহলে আজকে আমার মেয়ের জীবনে এই দিন আসত না।
সানবিডি/ঢাকা/আহো