লিপস্টিক ছাড়াই ঠোঁট গোলাপী করার ১০ টিপস
আপডেট: ২০১৫-১০-২৩ ১১:৩০:৪৫
গোলাপী ঠোঁট হলে কার না ভাল লাগবে! হালকা কোনও লিপবাম লাগিয়ে নিলেই কাজ হাসিল। লিপস্টিক লাগিয়ে ঠোঁটের বারোটা বাজবে না। কিন্তু বন্ধু, এমনি-এমনি সবকিছু পাওয়া যায় না। গোলাপি ঠোঁট পেতে হলে নিয়মিত ঠোঁটের রূপরুটিন মেনে চলতে হবে।
1. দাঁত মাজার সময় ঠোঁটে ব্রাশ করে মৃতকোষ তুলে ফেলবে। আমরা নিয়মিত স্ক্রাব করি না বলে ঠোঁটে মৃতকোষ জমে কালো দেখায়। তাই নিয়মিত ঠোঁট ঘষে পরিষ্কার করবে।
2. প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পাতিলেবুর রস, আমন্ড অয়েল ও মধু মিশিয়ে ঠোঁটে আধঘণ্টা লাগিয়ে রাখবে। তারপর ঠান্ডা জলে ধুয়ে নেবে।
3. সপ্তাহে অন্তত তিনদিন পাতিলেবুর রসের সঙ্গে চিনি দিয়ে ঠোঁটে স্ক্রাব করবে।
4. লিপ বাম ব্যবহার না করে কোকো বাটার, শিয়া বাটার বা মাখন লাগাতে পার। তবে বাড়িতে থাকলেই এগুলো লাগাবে। রাস্তায় বেরনোর আগে লাগাবে না।
5. দুধের মধ্যে গোলাপের পাপড়ি দু’ঘণ্টা ভিজিয়ে রাখবে। এবার এর মধ্যে অল্প একটু মধু ও গ্লিসারিন দিয়ে পেস্ট করে নেবে। এই পেস্টটা কৌটোয় পুরে ফ্রিজে রেখে দিতে পার। প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে কুড়ি মিনিট এটা ঠোঁটে লাগিয়ে রাখবে। এক সপ্তাহের মধ্যেই হাতেনাতে ফল পাবে।
6. গাজর, বিট বা কমলালেবুর রস ঠোঁটে নিয়মিত লাগাতে পার। গ্লিসারিনের সঙ্গে গাজর, বিট ও কমলালেবুর রস মিশিয়ে লিপবামের মতো ব্যবহার করতে পার।
7. লিপ মেকআপ করার এক ঘণ্টা আগে ঠোঁটে হালকা করে মাখন লাগিয়ে নেবে। তারপর ফাউন্ডেশন লাগিয়ে তার উপর লিপস্টিক লাগাবে। তাহলে ঠোঁটের উপর সরাসরি কোনও প্রভাব পড়বে না।
8. বাইরে থেকে বাড়ি ফিরেই মেকআপ তুলে নেবে। মেকআপ ভাল করে তুলে দুধ ও মধু মিশিয়ে লাগিয়ে রাখবে। মেকআপের সামান্য প্রভাবও যদি পড়ে ঠোঁটের উপর, ঠোঁট শুষ্ক হয়ে যায়। এই মিশ্রণে ঠোঁট নরম হবে।
9. ঠোঁট শুকিয়ে গেলে জিভ দিয়ে ঠোঁট চাটবে না। বরং হালকা কোনও লিপবাম সবসময় নিজের কাছে রাখবে।
10. বাড়িতে বসেও লিপবাম বানিয়ে নিতে পার। এর জন্য শিয়া বাটার, জোজোবা অয়েল, ভিটামিন ই অয়েল ও রোজ় পেটাল ও পাতিলেবুর রস নেব। গোলাপের পাপড়ি বেটে তার রসটা নিয়ে বাকি উপাদানের সঙ্গে মিশিয়ে এখটা কৌটোয় পুরে নেবে। যখন ইচ্ছে লাগিয়ে নাও।
এই টিপ্স মেনে চললে এক মাসের মধ্যেই পেয়ে যাবে নরম, তুলতুলে গোলাপি ঠোঁট। বিশ্বাস হচ্ছে না? ক’দিন এই ফান্ডাগুলো অ্যাপ্লাই করেই দ্যাখো না…