বিএনপির পঞ্চম দফা অবরোধের প্রথম দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সংখ্যা বাড়ছে। এর আগে সকালে ওই এলাকা পুলিশের অবস্থান ঢিলেঢালা হলেও পরে তা ক্রমশ বাড়তে থাকে। নাশকতার আশঙ্কায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে মিডওয়ে হোটেলের সামনে ১০-১২ জন পুলিশ সদস্য দায়িত্বরত থাকলেও দুপুর একটায় বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কয়েকজন পুলিশ সদস্যকে কার্যালয়ের সামনেও বসে থাকতে দেখা গেছে।
এম জি